আপনার জিজ্ঞাসা

শবে কদরের রাতে আমরা কী কী আমল করব?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার একটি পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন,শবে কদরের রাতে আমরা কী কী আমল করব? অনুলিখন করেছেন রেখা আক্তার।  

প্রশ্ন : শবে কদরের রাতে আমরা কী কী আমল করব? 

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শবে কদরের জন্য আলাদা কোনো নামাজ নেই। রাসুল (সা.) লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি রাত জাগতেন। এই রাত জাগা বলতে তিনি প্রায় পুরো রাতই জাগতেন। তিনি রাত জেগে নফল ইবাদত করতেন। সেখানে নফল নামাজ পড়তে পারেন, কোরআন শরিফ পড়তে পারেন। শবে কদরের রাতে কী কী আমল এই নিয়ে হাদিসে ব্যাখা দিয়েছেন রাসুল (সা.)। তিনি বলেছেন, তুমি যদি শবে কদর পেয়ে যাও তখন তুমি এই দোয়টি পড়বেন। দোয়াটি হলো—আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’দোয়া করাটাই শবে কদরের মূল আমল। এটা সকলের জন্য প্রয়োজন। এটাই মূল আমল। এছাড়া বিভিন্ন নফল ইবাদত করবেন। এখানে দোয়াটাই মূখ্য।