আপনার জিজ্ঞাসা

তওবার সালাত কীভাবে পড়তে হবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২০তম পর্বে জানতে চেয়েছেন, তওবার সালাত কীভাবে পড়তে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

তওবার সালাত কীভাবে পড়তে হবে?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আপনি তওবার নামাজ নিয়ে জানতে চেয়েছেন। এর উত্তর হলো, তওবার জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই। কোনো ব্যক্তি যদি অপরাধ করেন তাহলে তিনি প্রথমে অনুতপ্ত হবেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইস্তেগফার করবেন। নিজের অপরাধবোধ আল্লাহর কাছে তুলে ধরবেন। বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। এরপর স্বাভাবিক নিয়মের মতো দুই রাকাত নফল নামাজ পড়বেন। এর কোনো আলাদা নিয়ম নেই। এটি সাধারণ নফল নামাজের মতোই পড়তে হবে। মোটকথা অনুতপ্ত হয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন।