আপনার জিজ্ঞাসা

ঈদের প্রকৃত পরিচয় কী?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের একটি পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, ঈদের প্রকৃত পরিচয় কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।

প্রশ্ন : ঈদের প্রকৃত পরিচয় কী?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সবসময় আমরা ঈদ শুনে আসি। কিন্তু ঈদের পরিচয় শব্দটি কী সেটা জানা হয় না। কারণ, ঈদের আনন্দ ও উৎসব এইগুলোকে এতটা বেশি গুরুত্ব দেই যে প্রকৃত অর্থে ঈদটা কী সেটা জানি না। ঈদ শব্দটা মূলত আরবি ভাষায় ব্যবহার করা হয়। এটি একটি আদর্শকে বোঝানোর জন্য একটি ঐতিহ্যকে বোঝানোর জন্য বারবার আসে। এটি ঐতিহ্য ইবাদতের সঙ্গে জড়িত। অবশ্যই ঈদ আনন্দেরও। তবে এই আনন্দের সঙ্গে ইবাদতও রয়েছে। প্রতিটি ঈদই রাসুল (সা.) সালাতের মাধ্যমে শুরু করতেন। এরপর পরস্পরের সঙ্গে আন্তরিকতা বিনিময় করতেন বা মনুষকে খুশি করার চেষ্টা করতেন। তাই ঈদ মানে শুধু নিজেদের আনন্দ নয়, আনন্দের সঙ্গে ইবাদত ও ওপরকে খুশি করাও বটে।