আপনার জিজ্ঞাসা

রমজানে রোজা কবুল হলো কি না কীভাবে বুঝব?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের একটি পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, রমজানের রোজা কবুল হলো কি না কীভাবে বুঝব? অনুলিখন করেছেন রেখা আক্তার।

প্রশ্ন : রমজানের রোজা কবুল হলো কি না কীভাবে বুঝব?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তবে রমজানে রোজা রেখেছেন, সেটা আল্লাহ কবুল করেছেন কি না এই সরাসরি বুঝার কোনো উপায় নেই। আল্লাহ আপনার রোজা কবুল করে ফেলেছেন এমন সার্টিফিকেট দেওয়ার নেই। আবার দেখা গেছে এখন কবুল হয়েছে পরে সেটা নষ্টও হয়ে যেতে পারে। কারণ, এখন ধরেন কবুল হলো, পরে আবার শিরক করলেন সেটা নষ্ট হয়ে গেল। প্রতিটা মুহূর্ত আমাদের জন্য পরীক্ষার। তবে, রোজা কবুল হওয়ার কিছু আলামত থাকে। সেটা বিশাল আলোচনা। এর মাঝে একটা কথা বলতে পারি, যদি কবুল হয় রোজা তাহলে এর প্রতি আপনার প্রেম অনেক বাড়বে। দেখা গেছে পরবর্তী সময়ও আপনি সিয়াম পালন করছেন। শাওয়ালের সিয়াম, জিলহজের সিয়ামসহ প্রায়ই সিয়াম রাখছেন। মানে সিয়ামের প্রতি ভালোবাসা জন্মাবে। এটা তো একটি আলামত। এমন অনেক আলামত রয়েছে।