আপনার জিজ্ঞাসা
অনিয়মিত নামাজ পড়াদের জন্য কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৮তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, অনিয়মিত নামাজ পড়াদের জন্য কী করণীয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : অনিয়মিত নামাজ পড়াদের জন্য কী করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে অনিয়মিত নামাজ পড়া বলতে কিছু নেই। নামাজ নিয়মিত পড়ার ব্যাপার। নামাজ অনিয়মিত করার কোনো বিধান নেই। তাকে অবশ্যই নিয়মিত নামাজ পড়ার জন্য তাগিদ দিন, চেষ্টা করুন, নির্দেশ দিন, কঠোরতা অবলম্বন করুন দরকার হলে ব্যবস্থা নিন। তবে, সব একসঙ্গে নয়। ধীরে ধীরে এই চেষ্টাগুলো করুন। নামাজ নিয়মিত পড়তে হবে। এটাই বিধান। এটা মানতেই হবে।