আপনার জিজ্ঞাসা
এতিম নাবালক সন্তানের সম্পদের জাকাত হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৪তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, এতিম নাবালক সন্তানের সম্পদের জাকাত হবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : এতিম নাবালক সন্তানের সম্পদের জাকাত হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই মাসআলা নিয়ে আলেমদের দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হলো, যেহেতু সম্পদ আছে সেটা থেকে জাকাত দিতে হবে। এক্ষেত্রে বর্তমানে এতিম সন্তানের যিনি অবিভাবক আছেন তিনি সম্পদের জাকাত বের করবেন। আর জানতে হবে যে, জাকাত কিন্তু ব্যক্তির ওপর ফরজ হয় না। জাকাত ফরজ হয় সম্পদের ওপর। তাই অবশ্যই নাবালক এতিম সম্পদের জাকাত থাকলে তার জাকাত দিতে হবে।