একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরের কাহারোলে ২০ হাজার মানুষের কণ্ঠে হলো গীতা পাঠ। দেশের সুখ-সমৃদ্ধি কামনা করেন হাজারও সনাতন ধর্মের মানুষজন। আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষাদান সংঘের আয়োজনে হয় এই গীতা পাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গীতা পাঠের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন শীল গোপাল। শ্রী শ্রী গীতা সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনিল চক্রবর্তীর সভাপতিত্বে গীতা পাঠ অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন তুষার রঞ্জন রায়। বক্তব্য দেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
এতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, যুগ্ম সচিব সুশান্ত রঞ্জন রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, মানুষ ভট্টাচার্য প্রমুখ।
সকাল ৯টার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুজারি ও ভক্তবৃন্দ কান্তজিউ মন্দির প্রাঙ্গণে জমায়েত হতে থাকে। সকাল ১০টার পর কান্তিজউ মন্দির প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায়। মূল পর্ব শেষ হলে দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ধর্মীয় বিষয়ে আলোকপাত করা হয়।