আপনার জিজ্ঞাসা
পরীক্ষায় ভালো করার জন্য কী আমল করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২১৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে নিবিরজানতে চেয়েছেন, পরীক্ষায় ভালো করার জন্য কী আমল করব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
পরীক্ষায় ভালো করার জন্য কী আমল করব?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমল বলতে আমাদের দেশে বুঝায়, কী কী দোয়া করলে পরীক্ষা ভালো হবে! কিন্তু আমল বলতে এটা বুঝায় না। আমল হলো কী কী কাজ করণীয় সেটা! আপনার পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আপনাকে সবার আগে পড়তে হবে। নিজের সিলেবাস সম্পূর্ণ করতে হবে। পড়াশুনা না করে শুধু দোয়ার উপর নির্ভর হওয়া যাবে না। অবশ্যই যে কোনো কিছুর জন্য আপনার চেষ্টা করতে হবে। বৈধ যে কাজগুলো সেগুলো করবেন। নিজে নিজের কাজগুলো সম্পূর্ণ করে এরপর আল্লাহর কাছে দোয়া চাইবেন। যে উত্তম দোয়াগুলো কোরআনে শিক্ষা দেওয়া আছে সেগুলো পড়বেন। এই সম্পর্কে অনেক দোয়া আছে। সেগুলো পড়বেন। তাহলে রাস্তাটা সহজ হবে। মানে আপনাকে নিজের পড়তেও হবে সেই সাথে দোয়াও করতে হবে।