আপনার জিজ্ঞাসা
দুরুদ না পড়লে দোয়া ঝুলে থাকে—কথাটি কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২২৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, দুরুদ না পড়লে দোয়া ঝুলে থাকে—কথাটি কি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দুরুদ না পড়লে দোয়া ঝুলে থাকে—কথাটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। এখানে মাধ্যমের কোনো বিষয় নয়। দোয়ার কিছু আদব আছে। এর একটি হলো রাসুল (সা.) এর দুরুদ পাঠ করা। এটাকে আলেমরা আহসান বলেছেন। আলেমদের মতে, কোনো দোয়া যখন বান্দা করে থাকেন তখন যদি রাসুল (সা.) এর দুরুদ না পাঠ করা হয় তাহলে আসমান ও জমিনের মধ্যে আবদ্ধ থাকে। আল্লাহর কাছে পৌঁছে না। এই মর্মে হাদিস রয়েছে। তাই এটিকে দোয়ার আদব বলতে পারেন। তবে অবশ্যই এটা দোয়ার মাধ্যম নয়। দুটি বিষয় মিলিয়ে ফেললে হবে না। দুটি আলাদা জিনিস। সেটা উপলব্ধি করতে হবে। এখানে ভিন্ন চিন্তা করার সুযোগ নেই।