আপনার জিজ্ঞাসা
নামাজের বাইরে আল্লাহর জন্য কি সিজদা করার বিধান আছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৬৪তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, নামাজের বাইরে আল্লাহর জন্য সিজদাহ করার নিয়ম কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
নামাজের বাইরে আল্লাহর জন্য কি সিজদা করার বিধান আছে? আর থাকলে সেটার নিয়ম কেমন হবে?
উত্তর : নামাজের বাইরে মহান আল্লাহর জন্য শুকরিয়ার সিজদা করা হয়। সেটা হচ্ছে, একজন ব্যক্তির জন্য কোনো ভালো কিছু আসলে করতে পারে। এই সিজদাকে সিজদাতুল শুকুর বলা হয়ে থাকে। এর নিয়ম হলো, আপনি আল্লাহ হু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করবেন। আপনি তাজবিহও পড়তে পারেন। যে কোনো তাজবিহ পড়তে পারেন। সেটা নিয়ে সমস্যা নেই। এছাড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন। এরপর সরাসরি উঠে যাবেন। এই ধরনের সিজদা বৈধ। কেউ যদি কোনো নেয়ামত লাভ করেন তিনি এই সিজদা দিতে পারেন। এটা সুন্নাহ।