আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.) জীবনকে কীভাবে উপলব্ধি করতে বলেছেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৬৫তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, রাসুল (সা.) জীবনকে কীভাবে উপলব্ধি করতে বলেছেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
রাসুল (সা.) জীবনকে কীভাবে উপলব্ধি করতে বলেছেন?
উত্তর : ধন্যবাদ আপনাকে। এটি অনেক বড় প্রশ্ন। তবুও একটু করে বলছি যে, মানুষের জীবন হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামতের প্রথম যে শুকরিয়া সেটা হলো, এই নেয়ামতকে তিনি আল্লাহর আনুগত্যের কাজে লাগানোর উপদেশ দিয়েছেন। একজন মানুষের উপলব্ধি করতে হবে যে, এই নেয়ামত তিনি অপব্যবহার করলে ক্ষতিগ্রস্থ হবেন। মানুষ জীবনকে যথাযথভাবে কাজে না লাগাতে পারলে সে নিজেই ক্ষতিগ্রস্থ হবে। জীবনকে উপলব্ধি করতে হবে আগে সময়কে বেশি উপলব্ধি করবে। সময়কে কাজে লাগানো, সময়কে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যবহারই আপনার জীবন উপলব্ধির মূল স্তম্ভ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। মানুষ যেন, বুঝতে পারে যে এই জীবন হলো পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষার কথা আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা মেনে জীবন চলতে হবে এবং আল্লাহর আনুগত্য মেনে চলতে হবে।