আপনার জিজ্ঞাসা
নতুন বাসায় প্রবেশের সময় মিলাদ পড়ানো কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮৪০তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, নতুন বাসায় প্রবেশের সময় মিলাদ পড়ানো জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের সমাজে দেখা যায়, নতুন ঘরে প্রবেশ করতে মিলাদ পড়ানো হয়। আমার প্রশ্ন হলো, নতুন বাসায় প্রবেশের সময় মিলাদ পড়ানো জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। নতুন বাড়ি বা দোকান যাই হোক, তাতে প্রবেশের ক্ষেত্রে মিলাদ পড়ানো সুন্নাহ পরিপন্থি কাজ। এইগুলো বেদআত ও কুসংস্কার। নতুন বাসায় প্রবেসের সঙ্গে মিলাদ পড়ানোর সামান্যতম যোগসূত্র নেই। এটি মূলত শয়তানের আনুগত্যের মধ্যে থেকেই একটি কাজ। আপনি দোয়া করে আল্লাহর বরকত চাইতে পারেন। এটি ব্যক্তিগত দোয়া। অনেক দোয়া আছে বরকত চাওয়ার। সেই দোয়াগুলো পড়বেন। সুরা আল বাকারা পড়তে পারেন ও আয়াতুল কুরসি পড়তে পারেন। মিলাদ বা মিলাদ ইস্যুতে বিভিন্ন আনুষ্ঠানিকতার কাজ বেদআত।