আপনার জিজ্ঞাসা
সকাল ৯টার পর ইশরাকের সালাত পড়তে পারব কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮৪০তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, সকাল ৯টার পর ইশরাকের নামাজ পড়তে পারব কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সকাল ৯টার পর ইশরাকের নামাজ পড়তে পারব কি? আমি ফজর সালাত পড়ে ঘুমিয়ে যাই। এরপর উঠে পড়তে পারব কিনা?
উত্তর : ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। আপনি ৯টার পড়লে সালাতুল ইশরাক নয়, সালাতুল দোহা পড়তে পারেন। সালাতুল ইশরাক আর সালাতুল দোহা একই সালাত। আপনি ৯টার পর সালাতুল দোহা পড়তে পারেন। আপনি ১০টা পর্যন্ত সালাতুল দোহা পড়তে পারেন। আপনি দুই রাকাত, দুই রাকাত করে এই সালাত আদায় করতে পারেন।