আপনার জিজ্ঞাসা
জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৮৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম কী? অনুলিখন করেছেন রেখা আক্তার।
জান্নাতে যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে দূরে থাকার সবচেয়ে উত্তম মাধ্যম হলো, আল্লাহর বান্দা দুনিয়ার সকল প্রকার প্রবৃদ্ধি থেকে নিজেকে দূরে রাখবে। সেই সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে। কেয়ামতের দিন যে আল্লাহর সামনে দাঁড়াবে তখন পরিপূর্ণ ভয় করবে। এই দুটি জিনিস মানতে পারলে আপনার সবকিছুই নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এটাই বড় কথা। নিজেকে নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব।