আপনার জিজ্ঞাসা
তওবা করার সঠিক পদ্ধতি কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৮৪০তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, তওবা করার সঠিক পদ্ধতি কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তওবা করার সঠিক পদ্ধতি কী?
উত্তর : তওবা আসলে কাজের নাম কথা নয়। কাজ বলতে ব্যক্তি যে অপরাধ করবেন সেই কাজ থেকে পরিপূর্ণভাবে ফিরে আসা। এটি হচ্ছে প্রধান কাজ। ফিরে এসে নিজের মধ্যে অপরাধবোধ জাগ্রত করবেন। অনুতপ্ত হবেন। অপরাধবোধ না আসলে কিন্তু তওবা আসবে না। আগে অবশ্যই অনুতপ্ত হবেন। এরপর আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবেন। এই ভুল কাজের মধ্যে যদি কারও হক নষ্ট করে থাকেন তাহলে অবশ্যই সেই হক পূরণ করবেন। ভুল কাজের জন্য আল্লাহর হক নষ্ট করেছেন সেসব পূরণ করতে বেশি বেশি নামাজ পড়বেন। সবমিলিয়ে সম্পূর্ণ রূপে ভুল কাজ থেকে পরিপূর্ণভাবে ফিরে এসে ও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।