আপনার জিজ্ঞাসা
সালাত চলাকালীন গুরুত্বপূর্ণ কল আসলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একটি পর্বে সালাত চলাকালীন গুরুত্বপূর্ণ কল আসলে কী করণীয় জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।
সালাত চলাকালীন গুরুত্বপূর্ণ কল আসলে কী করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। যে প্রশ্ন করেছেন তা হলো, নামাজের সময় গুরুত্বপূর্ণ ফোন আসলে ধরবেন কি না! নামাজ তো ইবাদত। নামাজের সময় যে কোনো ধরণের কথা বলা বা যে কোনো ধরণের কাজ যা একজন ব্যক্তির মনোযোগ নষ্ট করে। এমন কাজ করলে নামাজ বাতিল হয়ে যাবে। এটা মুসল্লির কাজ হতে পারে না। সুতরাং নামাজ অবস্থায় ফোন ধরা বা কারো প্রশ্নের উত্তর দেওয়ার কথা চিন্তা করার সুযোগ নেই। এর কোনোটাই জায়েজ নেই। এটাই স্পষ্ট বক্তব্য।