আপনার জিজ্ঞাসা
সফলতার জন্য তাবিজ ব্যবহার করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের ৩৩৩৮ পর্বে সফলতার জন্য তাবিজ ব্যবহার করা কি ঠিক কিনা জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন মোহাম্মদ সাইফ আহমেদ।
তাবিজ ব্যবহার হালাল নাকি হারাম? এক হুজুর আমাকে সফলতার জন্য তাবিজ পরতে বলেছেন। এখন আমার পরা কি উচিত?
উত্তর : সফলতার জন্য যদি তাবিজই পরা যথেষ্ট হতো তাহলে দুনিয়ার সব মানুষই সফল হয়ে যেত। তাবিজই হতো সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। সবাই তাবিজ নিয়ে সফল হয়ে যেত। যে হুজুর বলেছেন তাবিজ পরা হালাল তাহলে এটা সবচেয়ে বড় প্রত্যারণা। এরচেয়ে বড় প্রত্যারণা কিছু নেই। এটা মিথ্যা বক্তব্য। হুজুর ব্যবসার জন্য এটা বলেছেন। ধর্মের নামে এটি একটি ব্যবসা। দ্বিতীয়ত তাবিজ ব্যবহার করা ইসলামের মধ্যে হারাম। এটি একটি শিরক। এটি কোনোভাবেই জায়েজ নেই। এটাই স্পষ্ট বক্তব্য।