শাহ সুজার দৃষ্টিনন্দন মল্লিকপুর জামে মসজিদ

ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর শহরের নলছিটি-দপদপিয়া সড়ক সংলগ্ন মল্লিকপুরে মুঘল সম্রাট শাহ সুজার আমলে নির্মিত মল্লিকপুর জামে মসজিদ। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়।
জানা গেছে, জলদস্যু দমন করতে এসে স্থানীয়দের অনুরোধে নির্মাণ করেন সুদর্শন এই মসজিদ। কয়েক শত বছর পেড়িয়ে গেলেও আজও স্বগৌরবে টিকে আছে এই মসজিদ। এখনো নিয়মিত নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন : কালের সাক্ষী অভয়নগরের খানজাহান আলী মসজিদ
স্থানীয়দের তথ্যমতে, মোগল সম্রাট শাহ সুজা দক্ষিণ বঙ্গের নৌপথে ডাকাতি ঠেকাতে সুগন্ধা নদীর তীরবর্তী বর্তমান নলছিটির মগড় ইউনিয়ন এলাকায় একটি দুর্গ গড়ে তোলেন। এ সময় স্থানীয় মুসল্লিরা তার আগমনের খবর পেয়ে তার কাছে একটি মসজিদ নির্মাণের জন্য আবেদন করেন। পরে তাদের আবেদন মঞ্জুর করে এই মসজিদটি নির্মাণ করে দেন তিনি। অসাধারণ নির্মাণশৈলীর এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল আমলের এক বিস্ময়কর সৃষ্টি।
আরও পড়ুন : দৃষ্টিনন্দন ফটিকছড়ির শাহী জামে মসজিদ
মসজিদটি নলছিটি উপজেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। মসজিদটি উচ্চতায় ৩০ ফুট, দৈর্ঘ্য ১২ ফুট ও প্রশস্ত ১২ ফুট। এই মসজিদটি ১৬৪৮ সালে মুঘল শাসনামলের স্থাপত্যশৈলীর এক চমৎকার নিদর্শন বহন করছে। মসজিদের চারপাশের দেয়ালগুলো ৩২ ইঞ্চি পুরো। মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে সেই সময়ের চুন-সুরকি। ইমামের জন্য মিম্বরে ব্যবস্থা রয়েছে। পূর্বে মূল মসজিদে এক সঙ্গে ৩০-৩৫ জন জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে স্থানীয়দের সহায়তায় মসজিদের তিন পাশে আলাদা করে বারান্দা নির্মাণ করায় এখন প্রায় শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।