রম্য
ফেবু লাইভে স্বামীর প্রশংসা সানি লিওনের
সানি লিওন আবারও আলোচনায়। কারণ, হাজারো যুবকের হৃদয় তোলপাড় করে তিনি গত মঙ্গলবার আসেন ফেসবুক লাইভে। দিয়েছেন ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব। কিন্তু আফসোসের বিষয়, হাস্যরসের এই প্রতিবেদক সানির কোনো কথা বোঝেননি। কারণ, সানি কথা বলেছেন ইংরেজিতে। তবে এই প্রতিবেদক নাছোড়বান্দা। তিনি সানি লিওনের ইংরেজি না বুঝলেও সানির কথা কাল্পনিকভাবে অনুমান করে লিখে ফেলেছেন। আসেন দেখি, সানি কী বলছেন ফেসবুক লাইভে!
হিরো আলম
সানি প্রথমে এসেই হিরো আলমকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান খানকে হারিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি তিনি আবেগপ্রবণ হয়ে হিরো আলমের সঙ্গে ছবি করার আগ্রহ প্রকাশ করেন। তবে কোন টাইপের ছবি, বলেননি।
চিকন পিনের চার্জার
সানি লিওন বাংলাদেশে আসার সময় বেশ কয়েকটি চিকন পিনের চার্জার নিয়ে আসবেন। কেননা, ফেসবুক লাইভে বাংলাদেশ থেকে তাঁর কাছে অনেকে চিকন পিনের চার্জার চেয়েছে। তিনি অবাক হয়ে ভক্তদের উদ্দেশ করে বলেন, চিকন জিনিস এত কাজের, চার্জার না হলে বুঝতাম না।
হাস্যরসে সাক্ষাৎকার
ফেসবুক লাইভে সানি একপর্যায়ে হাসতে হাসতে বলেন, এখনো হাস্যরস আমার কোনো কাল্পনিক সাক্ষাৎকার প্রকাশ করেনি। তাতে অবশ্যি আমার কিছু যায়-আসে না। তিনি হুমকি দিয়ে বলেন, এক মাঘে শীত যায় না।
স্বামীর ভূয়সী প্রশংসা
সানি তাঁর স্বামী ড্যানিয়েলের ভূয়সী প্রশংসা করে বলেন, আমার স্বামী সেরা স্বামী, কারণ সে আমাকে সন্দেহ করে না।