রম্য
সানি লিওনের 'লায়লা' হওয়ার কারণ
বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী সানি লিওন আবারো আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি শাহরুখ খানের ‘রইস’ মুভিতে "লায়লা" আইটেম গানে নেচেছেন।কিন্তু শাহরুখ ভক্তদের একটাই প্রশ্ন, ভারতে এত অভিনেত্রী থাকতে শাহরুখ সানি লিওনকে কেন নিলেন আইটেম গানে!যাই হোক, হাস্যরসের কাল্পনিক তদন্তে এই ব্যাপারে কিছু তথ্য উঠে এসেছে ।
সেরা স্ত্রী
কথায় আছে, বর্তমানে সানি লিওন পৃথিবীর একমাত্র স্ত্রী, যাকে তার স্বামী সন্দেহ করেন না।সেই হিসেবে বলা যায়, সানিকে সেরা স্ত্রীর পুরস্কার হিসেবে শাহরুখ তাঁর মুভিতে কাজ করার সুযোগ দিয়েছেন।
কোম্পানির প্রচার
সানি লিওন যেখানে,মিডিয়া সেখানে।অর্থাৎ সানি লিওনকে মুভিতে নিলে প্রচার প্রচারণা একেবারেই ফ্রিতে পাওয়া যাবে।তাই শুধু নিজের কোম্পানি অর্থাৎ মুভির প্রচারের জন্য সানিকে আইটেম গানে অভিনয়ের সুযোগ দিয়েছেন শাহরুখ।
বিবাহিত নারী
সানি লিওন বিবাহিত, এইদিকে শাহরুখ খানও বিবাহিত। এক বিবাহিত ব্যক্তি তো আরেক বিবাহিত ব্যক্তির দুঃখ ভালো বুঝে।তাই শুধু সানি লিওন বিবাহিত হওয়ার কারণে আবেগে মুভিতে কাজ করার সুযোগ করে দিয়েছেন শাহরুখ খান।
হিরো আলম
ভারতে এখন জনপ্রিয়তার শীর্ষ হিরো আলম।তাই শাহরুখ একা দায় নিতে চাননি। সেজন্য শাহরুখ সানি লিওনকে মুভিতে নিয়ে হিরো আলমের কাছ থেকে মিডিয়ার ফোকাস নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করেছেন।