রম্য
আমি খেলব, খেলা হবে : মুশফিক
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ভালোই খেলছিলেন মুশফিকুর রহিম। কিন্তু দ্বিতীয় ইনিংসের ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিতে গিয়ে রানআউট থেকে বাঁচতে ডাইভ দিয়েছিলেন তিনি। তখনই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তাঁর। তাই অবসর নিয়ে চলে যান প্যাভিলিয়নে। এখন দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক খেলবেন কি না, সেটা নিয়ে হচ্ছে সংশয়। কে জানে হয়তো এখন মুশফিকের মন খারাপ। তাই এ মুহূর্তে যেকোনোভাবে মুশফিকের কাল্পনিক সাক্ষাৎকার নিয়ে তাঁর মন ভালো করার দায়িত্ব দেওয়া হলো এই প্রতিবেদককে। আসুন, দেখি তিনি তাঁর দায়িত্ব কতটুকু পালন করেছেন।
হাস্যরস : নিউজিল্যান্ডের জয় কীভাবে দেখছেন?
মুশফিক : নিউজিল্যান্ড দিন দিন অনেক ভালো খেলছে। তাদের উন্নতি চোখে পড়ার মতো। এই দলটা প্রবল আত্মবিশ্বাসী। তাদের দেখে মনে হয়নি, এরা আগে আমাদের কাছে টানা দুবার বাংলাওয়াশ হয়েছে।
হাস্যরস : এবার তো আর বাংলাওয়াশ করা যাবে না?
মুশফিক : বাংলাওয়াশ করা যাবে না ঠিক, তবে চেষ্টা থাকবে বাকি দুই ম্যাচ জিতে ওদের বাংলাওয়াশের ফ্লেভার দেবো।
হাস্যরস : ঠিক কী কারণে ওদের এইবার বাংলাওয়াশ দিচ্ছেন না?
মুশফিক : দেখেন আমরা ওদের দেশে আসছি। চক্ষুলজ্জা বলেও একটা কথা আছে। তাই সব মিলিয়ে একটুআধটু ছাড় দিলাম। ধরে নিতে পারেন, শুধু কোম্পানির প্রচারের জন্য তিনটা ম্যাচের একটাতে হারলাম।
হাস্যরস : আগামী ম্যাচে আপনি কি খেলতে পারেন?
মুশফিক : এটা এখন বলা যাবে না।
হাস্যরস : কেন বলবেন না, আমি জানি।
মুশফিক : কী জানেন, শুনি?
হাস্যরস : বলব না। তবে এক শর্তে বলতে পারি, যদি আপনি আমাকে কিছু খাওয়ান।
মুশফিক : আমার শোনার দরকার নাই। তবে সত্যি কথা হচ্ছে, আমি খেলব। খেলা হবে।
হাস্যরস : কাল্পনিক সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
মুশফিক : আপনাকেও ধন্যবাদ সুড়সুড়ি দিয়ে হাসানোর চেষ্টা করানোর জন্য।