রম্য
সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে : শাকিব খান
টালিউডের কিং খান খ্যাত সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। তিনি কী স্টাইল করেন, তিনি কীভাবে কথা বলেন কিংবা তাঁর মুভি-সংক্রান্ত সব আপডেট ভক্তদের সব সময় চাই চাই। দুঃখজনক হলেও সত্য, শাকিব খান এত বড় একজন সুপারস্টার, কিন্তু তা সত্ত্বেও হাস্যরস তাঁর কোনো কাল্পনিক সাক্ষাৎকার নেয়নি। সে জন্য দেশজুড়ে বিতর্ক হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা শাকিব খানের কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছি। আশা করি, ভালো লাগবে।
হাস্যরস : আপনার ছবি সব সময় হিট হয় কেন?
শাকিব : কারণ আমি ‘হিট ম্যান’।
হাস্যরস : মুভিতে আপনি সুন্দরবন নিয়ে অসাধারণ একটা কথা বলেছেন। আপনি কি জানেন, সেই কথাটা কী?
শাকিব : সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে।
হাস্যরস : আচ্ছা, আপনি কীভাবে শিওর হলেন সুন্দরবনে সিংহ থাকে?
শাকিব : ইজি থিংক। সুন্দরবন একটি বন। এবং বনে সাধারণত সিংহ থাকে। সেই হিসেবে বলছি, সুন্দরবনে সিংহ থাকে।
হাস্যরস : কিন্তু সুন্দরবনে তো সিংহ নাই।
শাকিব : আপনি কি নিজ চোখে দেখছেন, নেই?
হাস্যরস : নিজ চোখে দেখিনি, তবে শুনেছি।
শাকিব : শোনা কথায় কান দিতে নেই।
হাস্যরস : অন্য প্রসঙ্গতে আসি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে। ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন?
শাকিব : অঘটন।
হাস্যরস : হিরো আলম সালমান খানকে হারিয়ে দিয়েছে, অথচ আপনি এখনো বলিউডের কোনো নায়ককে হারাতে পারেননি। এটা কি আপনার ব্যর্থতা?
শাকিব : শোনেন, হিরো আলমকে দায়িত্ব দিয়েছি বলিউড নায়ক ঠেকানোর জন্য। কারণ সে ওদের জন্য যথেষ্ট। আর আমরা তো আছিই হলিউড হিরোদের ঠেকানোর জন্য। বলা যায়, হিরো আলম আমরা ভাই ভাই, ঢালিউডের চিন্তা নাই।
হাস্যরস : আপনি এতক্ষণ কাল্পনিক সাক্ষাৎকার দিয়েছেন। ব্যাপারটা বুঝছেন?
শাকিব : হা হা মজা নিলেন? ওকে মেনে নিলাম আপনি কাল্পনিক সাক্ষাৎকার নিয়েছেন। খুশি?