রম্য
গত বছরের আলোচিত তারকা কারা?
বিশ্বের বিভিন্ন ম্যাগাজিন কিংবা অনলাইন পোর্টালগুলো প্রকাশ করেছে তাদের দৃষ্টিতে বিগত বছরের দুনিয়া কাঁপানো আলোচিত ব্যক্তিদের তালিকা।হাস্যরস ও পিছিয়ে নেই।বছরব্যাপী গবেষণা করে ২০১৬ সালের দুনিয়া কাঁপানো পাঁচ জন ব্যক্তির তালিকা করেছে। আজ পাঠকের উদ্দেশ্য তা প্রকাশ করা হলো।
হিরো আলম
২০১৬ সালের সবচেয়ে বড় আবিষ্কার হিরো আলম। কোনো মুভি না করে,শুধু মিউজিক ভিডিও করেই তিনি পেয়েছিলেন হিরো উপাধি।
ডোনাল্ট ট্রাম্প
নির্বাচনের আগে সব জরিপে হেরেও, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি ডোনাল্ট ট্র্যাম্প হেসেছিলেন। যদিও প্রথমে সবাই ভেবেছিল ট্র্যাম্প তার বউয়ের ভোট ছাড়া আর কারো ভোট পাবে নাহ।
তৈমুর
সাইফ ও কারিনা কাপুর তাঁদের পুত্রসন্তানের নাম ‘তৈমুর’ রেখেছেন।কিন্তু এই ‘তৈমুর’ নাম রাখাকে কেন্দ্র করে ভারতে হয়েছে অনেক বিতর্ক।আর তাই বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেও হাস্যরসের দুনিয়া কাঁপানো আলোচিত পাঁচ ব্যক্তির একজন হয়ে গেলেন।
সানি লিওন
শাহরুখের 'রইস' মুভিতে আইটেম গানে নেচে এবং এরপরই হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে আলোচিত ছিলেন সানি লিওন।
সালমান খান
হিরো আলমের কাছে জরিপে হেরেও সালমান খান ছিলেন আলোচনায়।অনেকের ধারণা শুধু হিরো আলমের জন্য তিনি আলোচনায় ছিলেন।