রম্য
বিড়ালের রাজ্যে মানুষ একটা গালি, বললেন টম
টম অ্যান্ড জেরি—নাম শুনলেই তো ঠোঁটের কোণে ফিক করে একচিলতে হাসি বেরিয়ে পড়ে। টম ও জেরি শো—সাধারণত বাচ্চাদের জন্য অ্যানিমেশন কার্টুন, যদিও এটি সব বয়সী মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। যাই হোক বন্ধুরা, হাস্যরসের আজকের ধামাকা সেই বিখ্যাত কার্টুনের টমের কাল্পনিক সাক্ষাৎকার।
হাস্যরস : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার কী হয়?
টম : কার্টুনের সঙ্গে রাজনীতি মেশাবেন না। ট্রাম্প দাদার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই।
হাস্যরস : তাইলে ট্রাম্পকে দাদা বললেন কেন?
টম : উনি মুরব্বি মানুষ, দাদার বয়সী। তাই বলছি।
হাস্যরস : জেরির সঙ্গে আপনি সারাক্ষণ ঝগড়া করেন কেন?
টম : এইটা আমাদের পারিবারিক বিষয়।
হাস্যরস : বাংলাদেশের মানুষ আপনাদের খুব পছন্দ করে। কিন্তু কেন?
টম : জানি না দাদা।
হাস্যরস : আপনার কি নির্বাচন করার ইচ্ছা আছে? আপনার যে জনপ্রিয়তা!
টম : আমি কি মানুষ নাকি? আমি বিড়াল। বিড়ালের রাজ্যে মানুষ একটা গালি।