রম্য

মাউন্ট এভারেস্ট যেভাবে জয় করবেন

Looks like you've blocked notifications!

মাউন্ট এভারেস্ট জয় করা অনেক দুঃসাহসী একটা কাজ। শুধু সাহসের অভাবে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও সেই কাজ করতে পারে না। তাই বলে কি এভারেস্ট জয় করার স্বপ্ন বন্ধ করে দেবেন? একদম না। শুধু আপনাদের কথা চিন্তা করে হাস্যরসের এবারের কাল্পনিক ধামাকা এভারেস্ট জয় করার টিপস।

ফটোশপ

এভারেস্ট জয় করার সবচেয়ে সহজ মাধ্যম ফটোশপ। খুব সহজে শুধু বডি এডিট করে এভারেস্টের ওপর বসানো থেকে ঘুমানো সম্ভব। এতে মানসম্মানের ঝুঁকি থাকলেও জীবনের কোনো ঝুঁকি থাকে না।

ভ্রমণ কাহিনী

কথায় আছে, যাহা রচিবে তাহা সত্য। অর্থাৎ আপনি যা লিখবেন, তা সত্য হয়ে যাবে। সুতরাং আর দেরি কেন? মনের মাধুরী মিশিয়ে লিখে ফেলুন এভারেস্ট ভ্রমণ কাহিনী। অবশ্য এভারেস্টের পথেঘাটে কী আছে, তা বিভিন্ন এভারেস্ট বিজয়ীদের সাক্ষাৎকার ঘেঁটে দেখে নিন।

গুজব

আপনি এভারেস্ট জয় করে ফেলছেন, এ রকম একটা গুজব তৈরি করুণ। বাঙালি হুজুগে জাতি। অনেকে আপনার গুজবে কান দিয়ে সেটা বিশ্বাস করে ফেলবে। মনে রাখবেন, যারা বিশ্বাস করবে, তাদের কাছে আপনি কিন্তু হিরো।