রম্য

গরমের যত সুবিধে

Looks like you've blocked notifications!

গরমে অতিষ্ঠ পুরো বাংলাদেশ। গরমের পক্ষে কেউ নেই বললে চলে। অথচ গরম অনেক উপকারী, হাস্যরসের তদন্তে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। প্রিয় পাঠক, আসুন সেটা দেখে নিই।

১. শীতকাল অনেক ব্যয়বহুল। শীত নিবারণের জন্য বাধ্যতামূলক কম্বল, চাদর, জ্যাকেট থেকে শুরু করে অনেক দামি জিনিস কিনতে হয়।কিন্তু একবার ভেবে দেখুন, গরমের সময় এসব কী কিনতে হয়?  একদম না। অবশ্য কাপড়চোপড় কিনা তো দূরের কথা,পরিস্থিতি অনুকূলভাবে থাকলে কাপড় পরতেই হয় না।

২. শীতে মাথা সব সময় ঠান্ডা থাকে। সেইজন্য রেগে গেলেও খুব সহজে মাথা গরম হয় না। ফলে প্রতিপক্ষও ভয় পায় না। এইদিকে গরমের দিনে সব সময় মাথা গরম থাকে, শুধু প্রয়োজনের সময় একটু এক্সপ্রেশন দিলেই হয়।

৩. গরমের সময় একটু বুদ্ধিকৌশল থাকলে পানি দিয়ে গোসল করতে হয় না। কেননা গরমের সময় শরীর দিয়ে অটোমেটিক ঘাম বের হয়।শুধু একটু বুদ্ধি খাটিয়ে সেই ঘামের সাথে সাবান লাগিয়ে গোসল করা যায় খুব সহজে। এতে অনেক পানি বেঁচে তো যাবেই, সাথে বিদ্যুৎ বিলও।