রম্য
আসছে নতুন অ্যাপ হাঁটাও, দৌড়াও, পালাও
অ্যাপভিত্তিক পরিবহন সেবার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিন কোনো না কোনো অ্যাপভিত্তিক পরিবহন সেবা আসছে মানুষের হাতে। তো প্রিয় পাঠক, ভবিষ্যতে আসতে পারে এমন কিছু কাল্পনিক অ্যাপের খবর হাস্যরসের কাছে চলে আসছে। আসুন দেখে নিই।
হাঁটাও অ্যাপ
এই অ্যাপ শুধু ডায়াবেটিস রোগীদের জন্য। যখন হাঁটতে ইচ্ছে হবে, তখন সঙ্গে সঙ্গে গাড়ি বুকিং দেবেন। তারপর গাড়ি আপনাকে এমন একটা জায়গায় নামিয়ে দেবে, তখন আপনি একূল-ওকূল দুই কূল হারিয়ে বাধ্য হয়ে হাঁটবেন। ফলাফল আপনার রক্তে সুগারের পরিমাণ কমবে।
দৌড়াও অ্যাপ
আপনি কি অলস প্রকৃতির লোক? কোথাও বসলে আর উঠতে ইচ্ছা করে না? বসে থাকতে থাকতে চর্বি জমে যাচ্ছে? তাহলে আপনার জন্যই তৈরি হয়েছে বিশেষ অ্যাপ ‘দৌড়াও’। এই অ্যাপের পরিবহন সেবা আপনাকে সব সময় দৌড়ের ওপর রাখবে। কোমরে দড়ি বেঁধে এই যান সামনের দিকে ছুটবে, আপনি বাধ্য হয়ে দৌড়াবেন।
পালাও অ্যাপ
আপনি কি প্রিয় মানুষকে নিয়ে পালিয়ে যেতে চান? চিন্তার কোনো কারণ নেই। নতুন অ্যাপ ‘পালাও’তে গাড়ি বুকিং করে যেখানে ইচ্ছে পালিয়ে যান, তবে পালিয়ে যাওয়ার আগের অবশ্যি ভাড়া পরিশোধ করতে হবে।