রম্য

বাহুবলির প্রভাস বললেন, ক্রাশে ভিটামিন আছে

Looks like you've blocked notifications!

বলছিলাম বাহুবলি খ্যাত বলিউড অভিনেতা প্রভাসের কথা। অসংখ্য মেয়ের মনের ক্রাশ যে প্রভাস, তিনি সম্প্রতি তাঁর সিক্রেট ক্রাশের কথা মিডিয়ায় ফাঁস করেছেন। আর তিনি হলেন আশির দশকের জনপ্রিয় নায়িকা রাবিনা ট্যান্ডন। এ নিয়েই  আজ হাস্যরসে প্রভাসের একটি সাক্ষাৎকার (কাল্পনিক) তুলে ধরা হলো।

হাস্যরস : কেমন আছেন? 

প্রভাস : বেশ ভালো। আপনি?

হাস্যরস : হাস্যরসে সাক্ষাৎকার দিতে এসে আপনার অনুভূতি কী?

প্রভাস : দেখুন, বাসা থেকে আসার সময়ই নিজের খারাপ রিপোর্টগুলো সম্পর্কে গুগল সার্চ করে এসেছি। তুলনামূলক পচানিটা একটু কম হবে হয়তো।

হাস্যরস : দেখুন, আপনারা অভিনয় করে হাসান আর আমরা লিখে হাসাই। যাই হোক, এত নায়িকা থাকতে আপনি বয়স্ক নায়িকাকে ক্রাশ বলতে গেলেন কেন?

প্রভাস : দেখুন, ছোটবেলায় তো হাতে আন্ড্রয়েড ছিল না যে ইচ্ছে হলেই ইউটিউবে যাব। বন্ধুদের সঙ্গে লুকিয়ে ভিসিআরে গান দেখতাম। ‘তু চিজ বারি হে মাস্তে মাস্ত, তু চিজ বারি হে মাস্ত…’,

আর রাবিনার বয়স কত কীভাবে জানলেন? আপনি এখনই উইকিপিডিয়ায় সার্চ করে দেখুন তার বয়স দেওয়া আছে কি না। সে আমার স্বপ্নের নায়িকা।

হাস্যরস : আচ্ছা প্রভা...আ...আ.. হাচ্....চি....চি...। সরি হাঁচি এসে গেল। তো, এখন আপনার ওপর যারা ক্রাশ খেয়ে বসে আছে, তাদের কী হবে?

প্রভাস : তারাও ক্রাশ খেতে থাকবে। খেতেই থাকবে। কারণ ক্রাশে ভিটামিন আছে।