রম্য

শীতে গোসল করার বিভিন্ন উপায়

Looks like you've blocked notifications!

গরমে শীতল হতে সবাই গোসল করে। কিন্তু শীতকালে কেউ শীতল হতে চায় না। সবাই গোসলকে ভয় পায়। অথচ একটু মাথা খাটালেই শীতে খুব সহজে গোসল করা যাবে। প্রিয় পাঠক, আসুন শীতে গোসল করার সহনীয় তরিকাগুলো দেখে নিই।

জ্যাকেট 
রেইনকোট যেমন আমাদের বৃষ্টির হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি জ্যাকেট আমাদের শীত থেকে রক্ষা করে। তাই জ্যাকেট পরেই গোসল করবেন। আশা করি, ঠান্ডা লাগবে না।

কম্বল 
এই ধাপ শুধু তাঁদের জন্য, যাঁরা বাথটবে গোসল করে থাকেন। তো, আমরা জানি কম্বল গায়ে জড়িয়ে ঘুমাইলে শীত লাগে না। সে হিসেবে আপনি চাইলে কম্বল গায়ে দিয়ে বাথটবে শুয়ে শুয়ে গোসল করতে পারেন। আশা করি ঠান্ডা লাগবে না।

কানটুপি ও মোজা 
শীতে খুব সহজে পায়ে ও কানে ঠান্ডা লেগে যায়। তাই যখনই গোসল করবেন, অবশ্যি কানটুপি ও মোজা ব্যবহার করবেন। আশা করি, ঠান্ডা লাগলেও তা থাকবে সহনশীল পর্যায়ে।

গুজব
শীতে গোসল না করলে আশপাশের মানুষ আপনাকে অপরিষ্কার লোক ভাববে। তাই আপনি গোসল না করেও প্রচার করুন, আপনি নিয়মিত গোসল করেন। দেখবেন, সবাই না হলেও কেউ কেউ বিশ্বাস করবে যে আপনি গোসল করছেন। কেননা কথায় আছে, যাহা রটে তাহা কিছুটা হলেও বটে। মনে রাখবেন, এই ধাপ তাঁদের জন্য, যাঁরা একেবারেই গোসল করতে ইচ্ছুক।