রম্য

বাণিজ্যমেলার ‘অন্যরকম’ লাইভ সম্প্রচার

Looks like you've blocked notifications!

চলছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। হাস্যরস বিভাগের টিভি চলে যাচ্ছে সরাসরি বাণিজ্যমেলায়। সেখানে আছেন আমাদের প্রতিবেদক-

টিভি স্টুডিওতে থাকা উপস্থাপিকা : প্রিয় দর্শক থুক্কু, পাঠক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় থাকা আমাদের প্রতিবেদকের সাথে এখন আমরা সরাসরি যোগ দিচ্ছি। হ্যালো প্রতিবেদক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?

বাণিজ্যমেলায় থাকা প্রতিবেদক : দুঃখিত, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। তবে আপনার কথা শুনতে পাচ্ছি।

উপস্থাপিকা : খুক খুক....ইয়ে মানে, আপনি কি আমাদের বাণিজ্যমেলার সর্বশেষ অবস্থা অবগত করবেন?

প্রতিবেদক : করব না কেন। বাণিজ্যমেলা সম্পর্কে অবগত করতেই তো আমি এখানে এসেছি। আপনি কি মনে করেছেন আমি মুড়ি খাওয়ার জন্য বাণিজ্যমেলায় এসেছি?

উপস্থাপিকা : না মানে, পাঠকরা বাণিজ্যমেলা সম্পর্কে জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনি কাইন্ডলি মেলা সম্পর্কে আমাদের জানান....

প্রতিবেদক : এবার প্রশ্ন কমন পড়েছে! প্রিয় পাঠক, আমি এখন বাণিজ্যমেলায় দাঁড়িয়ে আছি। বসার মতো কোনো জায়গা পাচ্ছি না, তাই দাঁড়িয়েই থাকতে হচ্ছে। আমার আশপাশে অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি। তবে তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, যারা জানিয়েছেন, মেলায় কোনো কেনাকাটা করতে নয়, বরং নিরাপদে ডেটিংয়ের কাজটা সেরে নিতে এসেছেন...

উপস্থাপিকা : প্রতিবেদক, আমরা আপাতত ডেটিংয়ে যাচ্ছি না...

প্রতিবেদক : আশ্চর্য তো। আপনার সাথে আমি ডেটিংয়ে যাব কেন। আমার...

উপস্থাপিকা: খুক খুক...দুঃখিত, আমি আসলে বলতে চেয়েছি আমরা ডেটিং নিয়ে নয়, বাণিজ্যমেলা নিয়েই কথা বলি।

প্রতিবেদক : ভালো কথা। আমার সামনে একজনকে পেয়েছি। ভাইজান, বাণিজ্যমেলায় এসে কেমন লাগছে?

ওই ব্যক্তি : আমার মাথা ঘুরছে ভাই।

প্রতিবেদক : বলেন কি। কেন?

ওই ব্যক্তি : কারণ সাথে আমার বউ আছে।

প্রতিবেদক : বউয়ের ভয়, সবখানেই রয়। প্রিয় পাঠক, বাণিজ্যমেলা থেকে আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।