রম্য

ট্রাফিকজ্যামে আনন্দে থাকতে আসছে বিশেষ অ্যাপ

Looks like you've blocked notifications!

ট্রাফিকজ্যাম খুব বিরক্তিকর। চাইলেও সহজে এর থেকে মুক্তি নেই। কিন্তু প্রিয় পাঠক, হাস্যরস কাল্পনিকভাবে ট্রাফিকজ্যামের বিরক্তিকর মুহূর্তগুলো থেকে মুক্তি দিতে নিয়ে আসছে বিশেষ কিছু অ্যাপ, যা ট্রাফিকজ্যামের বিরক্তিকর মুহূর্তের সময় আপনাকে আনন্দ দেবে। আসুন সেই অ্যাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

১. ঘুমাও অ্যাপ

ট্রাফিক জ্যামের বিরক্তিকর মুহূর্তে আপনি চাইলে ঘুমাতে পারেন। তার জন্য আপনাকে 'ঘুমাও' অ্যাপে গিয়ে ঘুমের রিকোয়েস্ট পাঠাতে হবে। দেখবেন, সঙ্গে সঙ্গে আপনাকে বাসে কিংবা গাড়িতে ঘুম পাড়াতে চলে আসবে ঘুম পাড়ানোর মাসিপিসি।

২. খাওয়াও অ্যাপ

ট্রাফিকজ্যামে বসে আপনার খিদে লেগে যেতে পারে। তার জন্য আপনি চাইলে 'খাওয়াও' অ্যাপে ঢুকে চা কিংবা শিঙাড়া অর্ডার করতে পারেন। ব্যস, খাদ্যের সমস্যা সমাধান।

৩. কাটাকুটি  অ্যাপ

অনেকে ব্যস্ততার কারণে সেলুনে গিয়ে চুল-দাড়ি কাটাতে পারেন না। তাঁদের জন্য  চুল-দাড়ি কাটানোর আদর্শ স্থান হচ্ছে ট্রাফিকজ্যাম। ভাবছেন কীভাবে?  একবার 'কাটাকুটি' অ্যাপে ঢুকে সেলুনকে রিকোয়েস্ট পাঠিয়ে দেখুন। বাকিটা হাতেনাতে দেখতে পাবেন।