রম্য
জাকারবার্গ ও হিরো আলম যখন মুখোমুখি
হিরো আলম : Hello
জাকারবার্গ : হুম, বলুন।
হিরো আলম : আপনি বাংলা জানেন?
জাকারবার্গ : সবই Google translator-এর কারসাজি। তো, বলুন আপনার কী উপকার করতে পারি?
হিরো আলম : আপনি আমাকে চেনেন তো?
জাকারবার্গ : কী যে বলেন। আপনাকে চিনব না? আমি তো প্রায় আপনার ইনবক্স চেক করি। এই ভাঙা চেহারা নিয়ে এত সুন্দর সুন্দর মেয়েরা কেন যে আপনাকে প্রপোজ করে, বুঝি না।
হিরো আলম : এইবার বুঝছি, ফেসবুক থেকে কীভাবে তথ্য চুরি হয়।
জাকারবার্গ : দেখুন, আপনি ভুল ভাবছেন, ওটা আমি করিনি। আসলে আমি আমার প্রেমিকার আইডি সার্বক্ষণিক নজরে রাখি। সেই রাগেই সে তার সিক্রেট লাভার দ্বারাই এই কাজ করিয়েছে বলে মনে হচ্ছে।
হিরো আলম : আপনি নিজেও ফেসবুক নিয়া শান্তিতে নাই?
জাকারবার্গ : ভাই, এই পর্যন্ত কোনো বিশ্বাসী ভালোবাসার কেউ পাইলাম না। সব মেয়ে শুধু প্রপোজ করে, কিছুদিন পর অটোলাইক, কমেন্ট আর ফলোয়ার চায়। আপনিই বলেন, আমি না হয় নিজের আইডিতে ফলোয়ার বাড়ায় নিছি ফ্রিতে। কিন্তু সবাইরে ফ্রিতে দিলে ফেসবুক ব্যবসা থাকবে?
হিরো আলম : জি।
জাকারবার্গ : তো, কী জানার জন্য নক দিয়েছিলেন?
হিরো আলম : ওই ফেসবুক সিকিউরিটির ব্যাপারে। উত্তর পেয়ে গেছি।
জাকারবার্গ : কী উত্তর?
হিরো আলম : ফেসবুকে আর ভিডিও চ্যাটিং করা যাবে না। কবে যে কোন ভিডিও ছড়ায় যায়।