রম্য
এবারের ঈদ কার কেমন কাটবে?
ঈদ মানে আনন্দ। ঈদকে আনন্দময় করতে সবাই এখন ব্যস্ত। আসুন, হাস্যরসের মাধ্যমে জেনে নিই, এবারের ঈদ কার কেমন কাটবে।
প্রেমিকদের ঈদ
এমনও অনেক প্রেমিক আছে, যারা ঈদে গার্লফ্রেন্ডকে কিছু কিনে দিতে পারেনি বলে তাদের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু যারা কিনে দিয়েছে, তার থেকে বেশি টেনশনে আছে তারা। কারণ ঈদের পরই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে হবে। দামি দামি রেস্টুরেন্টে যেতে হবে। টাকা দেবে কে?
বাচ্চাদের ঈদ
ঈদে সবচেয়ে বেশি আনন্দ পায় বাচ্চারা। ঈদ এলেই এই বাচ্চারা পাগল করে তোলে বড়দের সালামি নেওয়ার জন্য। এক পরিবারের কয়েকজন বাচ্চা থাকলে সালামি ভাগাভাগি নিয়েও ঝগড়া হয়।
ব্যবসায়ীদের ঈদ
ব্যবসায়ীদের ঈদটা বেশ ভালোই কাটবে। ব্যবসায়ীদের হয়ে সত্যি কথাটা আমি আপনাদের বলেই দিচ্ছি, সারা মাস এক দারুণ ব্যবসার পর টাকা গুনতে গুনতে ঈদ কাটবে ব্যবসায়ীদের।
স্বামীদের ঈদ
পৃথিবীর সবচেয়ে সহজ সরল প্রাণী হচ্ছে স্বামী। এই স্বামীদের নানা রকম অত্যাচার সহ্য করে জীবনযাপন করতে হয়। ঈদের আগে বউ বলবে আমাকে এটা কিনে দিতে হবে, আমাকে ওটা কিনে দিতে হবে। আর ঈদের পর বলবে, কী এমন শাড়ি কিনে দিলে, পাশের বাড়ির ভাবিরটা আমার শাড়ির থেকে ভালো।