রম্য

ব্রাজিলের সম্মান রেখেছি : এমবাপে

Looks like you've blocked notifications!

ফ্রান্সের ফুটবল সুপারস্টার এমবাপে। পুরো টুর্নামেন্টে তাঁর অসাধারণ পারফরম্যান্সের কারণে তাঁর দল এখন ফাইনালে। প্রিয় পাঠক, ভালো খেলার পুরস্কারস্বরূপ হাস্যরস নিয়েছে এমবাপের কাল্পনিক সাক্ষাৎকার। আসুন পড়ে নিই।

হাস্যরস : কেমন আছেন মামা?

এমবাপে : আমাকে মামা বলে সম্বোধন করছেন কেন?

হাস্যরস : আমাদের দেশে বস পাবলিক ভাই-ব্রাদারদের আমরা মামা বলে সম্বোধন করি।

এমবাপে : মজা পাইলাম। কাজের কথায় আসেন।

হাস্যরস : বেলজিয়ামকে হারিয়ে আপনারা এখন ফাইনালে। কেমন লাগছে?

এমবাপে : ব্রাজিলের সম্মান রেখেছি, এই জন্য ভালো লাগছে।

হাস্যরস : ব্রাজিলের সম্মান রাখছেন মানে?

এমবাপে : দেখেন, ব্রাজিলের চিরশত্রু আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাকে আমরা হারিয়েছি। এই জন্য আমরা ব্রাজিলের পক্ষের শক্তি।

হাস্যরস : ব্রাজিলের প্রসঙ্গ যেহেতু আসছে, একটা কথা বলি। নেইমারকে আপনার কী মনে হয়?

এমবাপে : নেইমার দুর্দান্ত একজন অভিনেতা। সে ফুটবল ছেড়ে থিয়েটার করলে অনেক ভালো করবে।

হাস্যরস : আপনাকে একটা তথ্য দিই। আমরা প্রথমে মেসির সাক্ষাৎকার নিয়েছি, ফলাফল আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ। পরে রোনালদো নিয়েছি, পর্তুগাল বাদ। তারপর যথাক্রমে নিয়েছি নেইমার ও লুকাকুর সাক্ষাৎকার । ফলাফল ব্রাজিল ও বেলজিয়াম বাদ। এখন আপনার সাক্ষাৎকার নিলাম। ফলাফল কী হতে পারে ফাইনালে?

এমবাপে : আগে বলেন ইংল্যান্ডের কারো সাক্ষাৎকার নিয়েছেন?

হাস্যরস : ইংল্যান্ডের হ্যারি ক্যানের সাক্ষাৎকার নিয়েছিলাম। কিন্তু বিভাগীয় সম্পাদক প্রকাশ করে নাই।

এমবাপে : তার মানে বিভাগীয়  সম্পাদক ইংল্যান্ডের সমর্থন করে। আপনি আমার ভাই লাগেন, দয়া করে আমার সাক্ষাৎকার প্রকাশ কইরেন না।