লক্কর-ঝক্কর বাস ও মালিকের স্ক্রিনশট ফাঁস
লক্কর-ঝক্কর বাস : ঐভাবে তাকায় আছ কেন শুনি?
মালিক : তোমায় দেখছি।
বাস : আঃ! মরণ। ঈদ এলেই আমার কথা মনে পড়ে। বাকি সময় তো ইয়াং বাসদের নিয়েই ব্যস্ত থাক।
মালিক : আঃ! ভুল বুঝ না তো লক্ষ্ণীটি।
বাস : বুঝি বুঝি, সবই বুঝি।
মালিক : কিছুই বুঝ না তুমি। গতকাল গঞ্জে গিয়েছিলাম বুঝলে। তোমার জন্য আলকাতরা আর লিপস্টিক নিয়ে এসেছি।
বাস : ও তুমি যাই আন না কেন- আমি এবার চলতে পারব না।
মালিক : কেন লক্ষ্ণীটি?
বাস : আমার বয়স হয়ে গেছে না? এখন কি আর আগের মতো শক্তি আছে?
মালিক : ছিঃ! এইটা কী বললা তুমি? আয়নায় দেখছ নিজেকে? রোদে থেকে থেকে গায়ের রংটা একটু উঠেছে, এই যা। আমি নামকরা বিউটি পার্লারে নিয়ে গিয়ে তোমার চেহারা আগের মতো করার ব্যবস্থা করব লক্ষ্ণীটি। তুমি কিচ্ছু চিন্তা করো না।
বাস : সত্যি বলছ?
মালিক : তোমাকে কি আমি কখনো মিথ্যা বলতে পারি?
বাস : দুষ্টু একটা!
মালিক : তাহলে নামছ তো এবার রাস্তায়?
বাস : নামব না মানে? অবশ্যই নামব। তুমি আমাকে বিউটি পার্লারে পাঠানোর ব্যবস্থা করো।