রম্য
ঈদে কেমন হবে ফেসবুক স্ট্যাটাস?
ঈদের সময় কারো ফেসবুক স্ট্যাটাস দেখেই অনুমান করা যায়, কেমন কেটেছে তাঁর ঈদ। ঈদের সময় প্রতিটি স্ট্যাটাস বহন করে এক বিশেষ গুরুত্ব। আসুন জেনে নেওয়া যাক ঈদ উপলক্ষে কেমন হবে ফেসবুক স্ট্যাটাস।
ঈদের আগে
ঈদের আগে ফেসবুক স্ট্যাটাসের কেন্দ্রবিন্দুতে থাকবে কোরবানির গরু। বন্ধুবান্ধবী ও ভাবী সমাজ মেতে উঠবে এক নীরব প্রতিযোগিতায়, কার গরু কত বেশি কিউট। তাই এই সময়টায় বিভিন্ন পোজে গরুর সঙ্গে সেলফি তুলে আপলোড দেবেন। কেউ কেউ আবার ফেসবুক লাইভেও আসতে পারেন গরুর সঙ্গে। গরুর পাশাপাশি এই সময়টায় তাঁদের ফেসবুক স্ট্যাটাসে স্থান পাবে শপিং, মেকআপ ও ঈদের দিন কী কী করবেন, সে বিষয়ক স্ট্যাটাস।
ঈদের দিন
ঈদের দিন সকালে নতুন জামাকাপড় পরে বেড়াতে যাবেন। কেউ বা থাকবেন রান্নাঘরে। মায়ের কাজে সাহায্য করার কয়েকটা ক্যান্ডিড ছবি তুলেই তাড়াতাড়ি বের হয়ে আসবেন রান্নাঘর থেকে। বেশিক্ষণ চুলার আশপাশে থাকলে আবার মেকআপ নষ্ট হয়ে যেতে পারে। এরপর এসির নিচে বসে ক্যান্ডিড আপলোড দিয়ে ক্যাপশনে লিখবেন, 'সেই সকাল থেকে মাকে সাহায্য করছি। এত এত উইশ এসেছে, কারো রিপ্লাই দিতে সময় পাচ্ছি না। সরি ফ্রেন্ডস।'
এ ছাড়া রাতের বেলা সারা দিনে ঘোরাঘুরির অর্ধশত ছবি তো থাকছেই।
ঈদের পর
ঈদের পরেও শেষ হবে না কারো কারো ঈদ। তাঁরা সেমাই খেতে বসে সেমাইয়ের ছবি তুলে ফেসবুকে লিখবেন, 'ঈদ ভাইবস।' কিংবা কোরবানির গরুর ছবি দিয়ে লিখবেন, 'আই মিস হিম এ লট।' অনেকে আবার ঈদের পরের দিনগুলোকে বানিয়ে ফেলবেন ঈদ ডে ০১, ঈদ ডে ০২, ঈদ ডে ০৩... ঈদ ডে ১৪। দুই সপ্তাহ ধরে তাঁরা মেতে থাকবেন ঈদের আমেজে। আর এই সময়টায় তাঁরা যে কাজই করুক না কেন, প্রতিটি কাজের ছবি দিয়ে হ্যাশট্যাগে লিখবেন ঈদ ডে অমুক, ঈদ ডে তমুক। অতঃপর ঈদ ডে শেষ হলে একগাদা কান্নার ইমো দিয়ে আফসোস প্রকাশ করবেন, 'ঈদ, তুমি এত পচা কেন? কেন বছরে মাত্র দুবার আসো? চার-পাঁচবার আসতে পারো না?'