রম্য
শান্তি নিয়ে অশান্তি
আগামীকাল ২১ সেপ্টেম্বর, বিশ্ব শান্তি দিবস। কিন্তু এই শান্তি দিবসে অশান্তি চলে এসেছে। আর এই শান্তি দিবসে অশান্তির কথা তুলে ধরেছেন হাস্যরস প্রতিবেদক।
দুই বন্ধুর কথোপকথন-
প্রথম বন্ধু : বুঝলি, আমি শান্তিকে খুব ভালোবাসি।
দ্বিতীয় বন্ধু : তুই এসব কী বলছিস। তুই ভালো করেই জানিস, শান্তির সাথে আমার গত দুই বছর ধরে সম্পর্ক চলছে। আর তুই কি না বলছিস, তাকে ভালোবাসিস। তুই আমার শত্রু...
প্রথম বন্ধু : আরে থাম। আমি তোর শান্তির কথা বলছি না, মানুষের মনের শান্তির কথা বলছি।
দরবেশ বাবার দরবারে জনৈক পুরুষ-
জনৈক পুরুষ : বাবা, আমি সংসারে শান্তি চাই। আপনি কিছু একটা করুন, বাবা।
দরবেশ বাবা : আমি কী করব। শান্তি নামের মেয়েকে বিয়ে করে সংসারে নিয়ে আয়।
শান্তি চান মিয়ানমারের সু চি
সু চি : আমি শান্তি চাই।
গোটা বিশ্ব : হা হা হা...হু হু হু...বছরের সেরা জোকস শুনলাম এইমাত্র।
শান্তি নিয়ে টানাটানি-
স্ত্রী : তোমার এত বড় সাহস। ঘরে বউ থাকতে তুমি শান্তি নামের মেয়ের সাথে প্রেম করছ।
স্বামী : কি সব আবোলতাবোল কথা বলছ। আমি কোথাকার শান্তির সাথে প্রেম করছি?!
স্ত্রী : মিথ্যাবাদী। লজ্জা হয় না তোমার ? বিবাহিত হয়েও ফেসবুকে পাবলিক পোস্ট দাও, ‘আমি শান্তিকে পছন্দ করি, ভালোবাসি।’
স্বামী : ওটা তো বিশ্ব শান্তি দিবসের পোস্ট।