রম্য

ডিম ভাঙলে মাথা ঠান্ডা থাকে

Looks like you've blocked notifications!

মাথায় ডিম ভাঙার একটি ভিডিও ফেসবুকে বেশ ভাইরাল। এবারে হাস্যরসে প্রকাশ করা হলো আরো যে যে কারণে আপনি অন্যের মাথায় ডিম ভাঙতে পারেন।

১. অনেক দিন তো কাঁঠাল ভাঙলেন। এবারে ডিম ভাঙুন।

২. সম্প্রতি মিডিয়ায় টাক মাথায় ডিম ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে। এতে করে কিন্তু নতুন চুল জন্মানোর আশঙ্কা বেড়ে যায়। ওই টাক মাথার ব্যক্তিটির চুল গজালো কি না খবর রাখতে হবে।

৩. শুধু টাক মাথা নয়, কাঁচা ডিম চুলের স্বাস্থ্যের জন্যও ভালো। তাই চুলভর্তি মাথায়ও ডিম ভাঙতে পারেন।

৪. সমাজের অধিকাংশ ঝগড়া-বিবাদ কিংবা সংঘর্ষের পেছনের মূল কারণ অল্পতেই বেশি রেগে যাওয়া। সে ক্ষেত্রে আমরা যদি এভাবে স্বাচ্ছন্দ্যে একে অন্যের মাথায় ডিম ভাঙি, একদিকে যেমন টাক সমাধান থেকে মুক্তি পাবে জাতি, অন্যদিকে মাথা ঠান্ডা থাকবে।