রম্য
প্রেমিকা দিবসে যা হতে পারে
আগে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি ছিল। আর এখন দিনের চেয়ে দিবস বেশি। মানে বছরের ৩৬৫ দিনের প্রায় প্রতিটি দিন তো বটেই, একই দিনে একাধিক দিবস অনুষ্ঠিত হতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় আজ এলো প্রেমিকা দিবস! তো, এই দিবসে কী কী হতে পারে, চলুন দেখে আসি। সঙ্গে আছেন।
প্রপোজ করলেই প্রেমিকা হয়ে যাবে—এমন তত্ত্ব অ্যাপ্লাই করতে গিয়ে গালে বায়োমেট্রিকের ছাপ নিয়ে ফিরবে অনেক সিঙ্গেল পোলাপান!
প্রেমিকার এক্সট্রা আবদার পূরণ করতে গিয়ে নিঃস্ব হয়ে ঘুরতে দেখা যাবে অনেক প্রেমিক পুরুষকেই।
ডেটিং করতে গিয়ে সর্বস্ব হারিয়ে কাউকে কাউকে আবার দেখা যাবে হোটেলের থালাবাসন মাজতে!
পার্ক ও লেকের আশপাশের জায়গাগুলো দিয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়ে হাঁটাচলা করা মুশকিল হয়ে দাঁড়াবে!
যাঁদের প্রেমিকা নেই, তাঁরা ফ্যামিলি-পরিজন থাকার পরও এই দিনটাতে নিজেকে মনে করবে একজন অনাথ কিংবা এতিমের মতো!
রিকশাওয়ালাদের ডিমান্ড অনেক বেশি থাকবে। প্রেমিকার সঙ্গে রিকশা ভাড়া করতে গেলে দেখবেন, একেকজন রিকশাওয়ালার ভাব আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও বেড়ে গেছে।
বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেও আপনার পরিবার ভাববে, আপনি প্রেমিকার সঙ্গেই টাংকি মেরে এসেছেন! প্রেমিকাসমেত এলাকার কারো চোখে ধরা পড়ে গেল আপনি যত ভালো ছেলেই হোন না কেন, সবার চোখে খারাপই প্রমাণ হয়ে যাবেন।
মা-বাবার কাছে হাত খরচের টাকা চাইলেও তাঁরা আপনাকে সন্দেহ করে বসবে যে প্রেমিকার পেছনে টাকা ওড়াতে যাচ্ছেন!