রম্য

ক্রিকেটারদের নানা কিসিমের স্যালুট!

Looks like you've blocked notifications!

ইংল্যান্ডের বেন স্টোকসকে আউট করে ‘স্যালুট’ দিয়ে দারুণভাবে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান। তবে ইংল্যান্ডকে আরো কিছু ‘স্যালুট’ দেওয়া যেত বলে মনে করছি আমরা। শুধু মনেই করছি না, সেগুলোর কয়েকটা বেরও করেছি! দেখে নিন তবে...

দলীয় স্যালুট

বেন স্টোকসকে আউট করে সাকিব একাই স্যালুট দিয়েছেন। তাঁকে দলগতভাবে স্যালুট দেওয়া যেতে পারত। মানে, স্টোকস আউট হওয়ার পরপরই বাংলাদেশ দল একযোগে তাঁকে স্যালুট দিত!

দর্শক স্যালুট

শুধু সাকিবরাই কেন, ইংল্যান্ড দলের কোনো ব্যাটসম্যান আউট হলে তাঁকে স্যালুট দিতে পারতেন স্টেডিয়ামে হাজির থাকা দর্শকও!

লাল স্যালুট

আমরা ‘লাল সালাম’ শব্দদ্বয়ের সঙ্গে পরিচিত। অনেক সময়ই অনেককে বলতে শোনা যায়, ‘অমুককে লাল সালাম’। এবার আমরা ‘লাল স্যালুট’ও প্রচলন করতে পারতাম! ধরা যাক, ইংল্যান্ডের জো রুট আউট হলেন। সঙ্গে সঙ্গে তাঁকে সাকিবরা ‘লাল স্যালুট রুট!’ বলে স্যালুট দিতে পারতেন! পকেট থেকে একটা লাল রুমালও বের করা যেতে পারে এ সময়।

অভিনন্দন স্যালুট

ইংল্যান্ড দলের কেউ আউট হলে সঙ্গে সঙ্গে তাঁকে ‘অভিনন্দন স্যালুট’ দেওয়া যেত! মানে, তিনি আউট হওয়ায় বাংলাদেশ খুশি হয়েছে, আর সে কারণেই তাঁকে অভিনন্দন জানিয়ে বলা যেত, ‘অমুক, আপনাকে অভিনন্দন স্যালুট!’। বলেই ঠুক করে স্যালুট ঠুকে দেওয়া যেত! এ সময় পায়ে বুট পরে নিতে পারলে আরো ভালো।