রম্য
গলির মুখে ট্রাম্পের সঙ্গে মোলাকাত!
বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও দায়িত্বভার গ্রহণ করেননি তিনি। ঠিক এ রকম অবস্থায় হোয়াইট হাউসের প্রবেশপথের গলির মুখে ‘হাস্যরস’ বিভাগকে প্রথম কাল্পনিক সাক্ষাৎকার দিলেন ট্রাম্প!
প্রশ্ন : ট্রাম্প সাহেব, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন!
ট্রাম্প : ডন্যবাড!
প্রশ্ন : দোহাই লাগে ট্রাম্প সাহেব! বাংলা বলতে গিয়ে এভাবে আমাদের ভাষার চৌদ্দটা বাজাবেন না! যাকগে, আপনি কেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বলে মনে করেন?
ট্রাম্প : মনে করার কী আছে! আমি ভোট বেশি পেয়েছি, তাই আমিই প্রেসিডেন্ট! ব্যস।
প্রশ্ন : ওহ আচ্ছা! প্রেসিডেন্ট হওয়ার পর আপনার প্রথম অনুভূতি কী ছিল?
ট্রাম্প : যেন একেবারে নতুন কোনো তরুণী প্রেমিকার সঙ্গে প্রথম ঘনিষ্ঠ সময় পার করছি!
প্রশ্ন : এসব কী বলেন ট্রাম্প সাহেব! আপনার ব্যক্তিত্ব নিয়া মানুষের সন্দেহ অমূলক নয় দেখছি!
ট্রাম্প : আরে ভাই, রাখেন মানুষের সন্দেহ! আমার ব্যক্তিত্ব আছে বলেই তো সুন্দরীরা আমার পেছনে লাইন দেয়!
প্রশ্ন : পাগলে কি না বলে, ছাগলে কি না খায়...
ট্রাম্প : আপনি বাংলায় এসব কী বলেন? হোয়াট ইজ ‘পাগল’ অ্যান্ড ‘ছাগল’?
প্রশ্ন : সেসব বুঝে আপনার কাজ নেই মি. প্রেসিডেন্ট। তা প্রেসিডেন্ট হয়েই তো পড়লেন বিক্ষোভের মুখে...
ট্রাম্প : আর তার পরই বাংলাদেশ থেকে আমদানি করলাম আইডিয়া! প্রটেকশন বাই বালুর ট্রাক! হোয়াট অ্যান আইডিয়া!
প্রশ্ন : তা ভবিষ্যতে বাংলাদেশ থেকে আর কী কী আইডিয়া আমদানি করার ইচ্ছে আছে?
ট্রাম্প : অনেক আইডিয়া আমদানি করমু! প্রতিশ্রুতি দেওয়ার আইডিয়া, ধামাচাপা দেওয়ার আইডিয়া, ব্যাংক হরিলুটের আইডিয়া... অনেক কিছু! এ জন্য ‘আইডিয়া আমদানিবিষয়ক উপদেষ্টা’ পদ তৈরির করার চিন্তাভাবনা করছি!
প্রশ্ন : বাহ! আপনার নিজের মটকায় দেখি অনেক আইডিয়া জমা!
ট্রাম্প : আপনি কি আমারে টিটকারি মারলেন? আমার কিন্তু ডাউট লাগতাছে!
প্রশ্ন : একি বলেন প্রেসিডেন্ট সাহেব! বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্টকে টিটকারি মারা যেই-সেই বিষয় নাকি! অনেক হিম্মত লাগে! বাদ দেন, আপনার প্রেমিকাদের বিষয়ে আসি...
ট্রাম্প : দেখুন, আমার প্রিয়তমাদের নিয়ে টানাটানি আমি একদম সহ্য করব না!
প্রশ্ন : না না, টানাটানি করব না! শুধু এটুকুই বলুন, আপনার তো বেশ কয়েকজন প্রেমিকা আছে বলে গুঞ্জন। তো, তাদের নিয়ে ডেটিংয়ের যাওয়ার সময় কীভাবে ম্যানেজ করেন?
ট্রাম্প : এ কাজটা আসলে সবার দ্বারা হয় না! এ জন্য জিনিয়াস হতে হয়, একদম আমার মতো! আর এই ম্যানেজের বিষয়টা জিনিয়াসরা প্রকাশ্যে কখনোই বলে না!
প্রশ্ন : ও! ঠিক আছে ট্রাম্প সাহেব, আপনাকে বেশিক্ষণ সময় দিলে ফেললাম! আমার আবার কত কাজ আছে। যাই তাহলে।
ট্রাম্প : শোনেন, আমি কিন্তু আপনাদের দেশে ঘুরতে আসমু, শুনেছি সেখানে নাকি আমার মতই একজন আছেন… তার সঙ্গে দেখা করমু।