রম্য
পুরুষ দিবসে পুরুষদের জন্য ‘বিশেষ’ টিপস!
আজ ১৯ নভেম্বর, পুরুষ দিবস। দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হওয়ার কোনো খবর আমাদের কাছে নেই! তবে দিবসটি উপলক্ষে পুরুষদের জন্য আমাদের তরফ থেকে রয়েছে ‘বিশেষ’ টিপস!
বিবাহিত পুরুষদের জন্য টিপস :
১. ‘ঘর-সংসারের একচ্ছত্র অধিপতি মাননীয় গৃহমন্ত্রী, থক্কু গৃহিণী’ এই সত্য মনে, প্রাণে এবং অন্তরে বিশ্বাস করতে হবে! না করলে ‘বিবাহিত জীবন তামা তামা’ হওয়ার শতভাগ সম্ভাবনা!
২. পুরুষদের জন্য বিবাহিত জীবন কখনোই ‘পরিপূর্ণ শান্তি ও সুখময়’ হয় না (সন্দেহ থাকলে পাশের বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করে দেখতে পারেন!)। তবে ‘মোটামুটি শান্তিময়’ বিবাহিত জীবন চাইলে পুরুষকে অবশ্যই স্ত্রীর ‘আজ্ঞাবহ’ ‘বাধ্যগত’ ‘অনুগত’ হতে হবে! বিকল্প নাই!
৩. বিবাহিত পুরুষ ঘরে ঝগড়া-বিবাদ না চাইলে ‘স্ত্রী চাওয়ামাত্রই শপিংয়ে নিয়ে যেতে বাধ্য থাকবেন!’
৪. প্রত্যেক সকালে স্ত্রীর চিল্লাপাল্লায় ঘুম ভাঙাতে না চাইলে আগে থেকেই ঘরে পর্যাপ্ত বাজারসদাই করে রাখা বিবাহিত পুরুষের জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ!
প্রেমিক পুরুষদের জন্য টিপস :
১. ‘প্রেমিকা হচ্ছেন বিশেষদের মধ্যে বিশেষ কেউ। তাকে বিশেষভাবে বিশেষ কেয়ার করা অবশ্যই কর্তব্য’ এই নীতিতে বিশ্বাসী হতে হবে প্রেমিকদের। তবেই প্রেম হবে ‘শক্ত’ ও ‘মজবুত’!
২. প্রেমিকদের মনে রাখতে হবে- ‘প্রেম টিকিয়ে রাখতে হলে সপ্তাহান্তে প্রেমিকাদের জন্য গিফটের ব্যবস্থা করা অন্যতম জরুরি দায়িত্ব।’
৩. ‘নিরবচ্ছিন্ন প্রেম করতে হলে’ প্রেমিকাকে নিয়ে নিয়মিত থাই, চাইনিজ কিংবা নিদেনপক্ষে ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্টে যাওয়ার ক্ষেত্রে প্রেমিকদের কার্পণ্য করলে চলবে না!
৪. প্রতিদিন নিয়ম করে প্রেমিকাকে ফোন দেওয়ার ক্ষেত্রে প্রেমিকের কোনো ‘ভুল’ হওয়া চলবে না! মনে রাখতে হবে, এ ভুলের কোনো ক্ষমা নেই, আছে ঝগড়া, আছে ব্রেকআপ!