রম্য

ভারতে যে কারণে বাতিল হতে যাচ্ছে নোট!

Looks like you've blocked notifications!

ভারতে হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়েছে ৫০০ ও ১০০০ রুপির সব নোট। কী থাকতে পারে এর পেছনের কারণ, চলুন জেনে আসি।

বাসে উঠলেই লেখা থাকে, ৫০০ ও ১০০০ রুপির নোটের ভাংতি নাই। ভাংতি না পাওয়ার এই আক্ষেপের কারণেই বাতিল হতে পারে ৫০০ ও ১০০০ রুপির নোটগুলো!

ভারতে এখনো অনেক মানুষ আছে, যারা ১ থেকে ১০-এর বেশি গুনতে পারে না। তারা সকালে ৫০০ রুপির নোট নিয়ে বাজারে গেলে তা ভাংতি করিয়ে গুনে বাড়ি ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। তাদের সুবিধার কথা চিন্তা করেই বড় নোটগুলো বাতিল করা হতে পারে।

বড় নোট সঙ্গে থাকলে ভাংতি নাই—এই অজুহাতে অনেকে দান-খয়রাত করতে চায় না। আর তাই মানুষ যেন দান-খয়রাতে অভ্যস্ত হতে পারে, এ সুবিধার কথা ভেবেই ৫০০ ও ১০০০ রুপির নোটগুলো তুলে দেওয়া হচ্ছে।

বড় নোট ভাংতি করলে দিনের শেষে পকেটে হাত দিয়ে দেখা যায়, খুচরো কিছু পয়সা ছাড়া বাকি সবই খরচ হয়ে গেছে। আর তাই এমনটা যেন না হয়, এ জন্যই বড় নোটগুলো বাদ দেওয়া হয়েছে।

যেসব পণ্যের দাম ৪৯৯ টাকা বা ৯৯৯ টাকা মূল্য লেখা থাকে, সেসব কিনতে গেলে দেখা যায় ৫০০ আর ১০০০ রুপির নোট দিলে দোকানিরা খুচরা ১ টাকা আর দিতে চায় না। তাই ভেজাইল্যা এসব নোটই তুলে নিচ্ছে ভারত সরকার!