রম্য
‘অনলি ভাব ইজ রিয়েল!’
ক্রিকেট খেলার অন্যতম অনুষঙ্গ হচ্ছে ব্যাট। সেই ব্যাট মহাশয়ের একটি ‘দুকান্ত’ সাক্ষাৎকার নিয়েছেন হাস্যরস বিভাগের এ প্রতিবেদক। একান্ত সাক্ষাৎকারের কথা শুনেছেন, কিন্তু আজ প্রথমবারের মতো ‘দুকান্ত’ সাক্ষাৎকার শুনলেন। এটা কীভাবে সম্ভব?
আসলে ব্যাটের সাক্ষাৎকার নেওয়ার সময় এ রম্য প্রতিবেদক প্রশ্ন করে উত্তর নিলেন আর কার্টুনিস্ট মহাশয় উত্তরদাতার অঙ্গভঙ্গি দেখে কার্টুন আঁকলেন। ব্যস, দুজন মিলে এ সাক্ষাৎকার হয়ে গেল ‘দুকান্ত সাক্ষাৎকার’!
প্রশ্ন : ব্যাট মশাই, কেমন আছেন?
ব্যাট : আছি, ফুললি অ্যাকশন মুডে আছি!
প্রশ্ন : তাই নাকি! কেন বলেন তো?
ব্যাট : এত সহজ বিষয় আপনার মটকায় ধরে না! শুনেন, এখন বিপিএল চলছে কিন্তু...
প্রশ্ন : হুম। তো বিপিএলের সাথে আপনার অ্যাকশন মুডের কী সম্পর্ক?
ব্যাট : অবশ্যই সম্পর্ক আছে। বিপিএল মানেই চার-ছক্কার ফুলঝুরি। আর চার-ছক্কা হাঁকাতে হলে কী লাগবে? ব্যাট! হু!
প্রশ্ন : বাহ, আপনি দেখছি ব্যাপক ভাবও নিচ্ছেন!
ব্যাট : অনলি ভাব ইজ রিয়েল! আর ভাব নেবই বা না কেন! ক্রিকেটে বল, স্টাম্প, মাঠ, খেলোয়াড় সব থাকলেও আমি ছাড়া তো খেলা হবে না!
প্রশ্ন : ভালো কথা মনে করছেন, সেদিন বল মহাশয় ব্যাপক দুঃখ প্রকাশ করে বললেন, ব্যাটের আঘাতে উনার শরীরজুড়ে ব্যথা...
ব্যাট : তাতে কী হয়েছে! ওই পিচ্চি বলের জন্মই তো হয়েছে আমার আঘাত সহ্য করার জন্য! ওরে যে আঘাতে আঘাতে টুকরো টুকরো করে ফেলি না, এই তো ঢের!
প্রশ্ন : আচ্ছা, ব্যাটম্যান ছবির সাথে আপনার কী সম্পর্ক?
ব্যাট : আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি! ব্যাটম্যান ছবির সাথে আমার ইহকাল তো দূরের কথা পরকালেও কোনো সম্পর্ক ছিল না! তবে ব্যাটম্যান ছবির পরিচালক আমার নামের সাথে মিল রেখে ছবি বানাইছে- এটা আমি নিশ্চিত।
প্রশ্ন : ব্যাট হিসেবে কোন ব্যাটসম্যানের হাতে থাকতে পছন্দ করেন?
ব্যাট : তামিম, মাশরাফি, সাব্বির, কোহলি, আফ্রিদি, ওয়ার্নার, ভিলিয়ার্স এঁদেরকেই আমার পছন্দ। একেকজন যেভাবে আমাকে ব্যবহার করে বলকে পিটুনি দেয়, আমার তখন কি যে ভালো লাগে!
প্রশ্ন : ওক্কে, ছুটিরদিনে এরচেয়ে বেশি সময় একটা সাক্ষাৎকারের পেছনে ব্যয় করা সম্ভব না। বিদায়।
ব্যাট : ওকে। আজ থেকে আবার বিপিএল শুরু। দেখা হবে।