লাভেলোর বিনিয়োগকারীরা পেলো নগদ লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি ডিএসইর নিকট ডিভিডেন্ড কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছে।
গত ৩০ জুন, কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২২ সালের সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরই ধারাবাহিকতায় ঘোষিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।