দর বাড়ার শীর্ষে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ডের শেয়ার

Looks like you've blocked notifications!
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ডের লোগো। ওয়েবসাইট থেকে নেওয়া

দর বাড়ার শীর্ষে রয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ার। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটি শেয়ার গেইনারের শীর্ষে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ক্যাপিটেক গ্রামীণ ব্যাংকের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সা। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা। এক দিনের ব্যবধানেই কোম্পানিটির শেয়ার দর বেড়েছে এক টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা থেকে ১২ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে।

ডিএসইতে এদিন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকসের ৯ দশমিক ৯৩ শতাংশ, এসকে ট্রিমসের ৯ দশমিক ৯২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ৯ দশমিক ৮৭ শতাংশ, বিডি থাইয়ের ৯ দশমিক ৮২ শতাংশ, সিএপিএম আইবিবিএল ফান্ডের ৯ দশমিক ৪৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৮ শতাংশ, নাভানা সিএনজির ৭ দশমিক ৩৬ শতাংশ, সিমটেক্সের ৬ দশমিক ৮৭ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ৬ দশমিক ৪২ শতাংশ করে শেয়ার দর বেড়েছে।