ম্যাকসন্স স্পিনিংয়ের এজিএমে নো ডিভিডেন্ড অনুমোদন

Looks like you've blocked notifications!
ম্যাকসন্স স্পিনিং মিলসের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলসের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিজিটাল (ভার্চ্যুয়াল) প্লাটফর্মে এই এজিএমে ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) কোম্পানিটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক নো ডিভিডেন্ড অনুমোদন করেছে। এজিএমে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির আর্থিক বিবরণী, পরিচালক এবং নিরীক্ষক প্রতিবেদন অনুমোদন হয়। পরিচালক নির্বাচন ও আগামী অর্থবছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও তার পারিশ্রমিক নির্ধারণ এজেন্ডাও অনুমোদন হয়। এ ছাড়া ব্যবসায়ের উন্নয়নে চেয়ারম্যানের আগাম অনুমতিসহ বিশেষ এজেন্ডা অনুমোদন হয়। সেটি হলো—ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড পরিবর্তে হবে ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসি।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন। ডিজিটাল প্লাটফর্মে উপস্থিত ছিলেন পরিচালক পর্ষদের সদস্যসহ শেয়ারহোল্ডাররা। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে ম্যাকসন্স স্পিনিং মিলসের শেয়ার প্রতি লোকসান হয়েছে তিন টাকা ৯৩ পয়সা। আলোচিত সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১১ পয়সা। লোকসান গোনায় কোম্পানিটি ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়েছে। 

চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। আবার চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা ৯২ পয়সা। দ্বিতীয় প্রান্তিক শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ দুই টাকা ৮২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৯ পয়সা। 

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ম্যাকসন্স স্পিনিং মিলস। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৮টি। আজ সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি দর দাঁড়ায় ১৫ টাকা ৫০ পয়সা টাকা। কোম্পানিটির উদ্যোক্ত পরিচালক ৩০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ছয় দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৬৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার ধারণ করেছে।