৬০ শতাংশ বেড়ে সিকদার গেইনারের শীর্ষে
পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন বা ‘এন’ ক্যাটাগরির সিকদার ইন্স্যুরেন্স গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) শেয়ার দর বেড়েছে ৬০ শতাংশ। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সিকদার ইন্স্যুরেন্স শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৩০ টাকা ৯০ পয়সা। যা আগের সপ্তাহে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ১১ টাকা ৬০ পয়সা বা ৬০ দশমিক ১০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির তিন লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ছিল ৬০ হাজার টাকা।
২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সিকদার ইন্স্যুরেন্স। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। শেয়ার সংখ্যা ৪ কোটি। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৬০ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা আট দশমিক ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৩১ দশমিক ৫০ শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তায় দর বাড়ার তালিকায় শীর্ষ দ্বিতীয়তে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স (‘এ’ ক্যাটাগরি)। কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৩৬ দশমিক ৩৬ শতাংশ। তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের (‘বি’ ক্যাটাগরি) ৩৫ দশমিক ১৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার (‘বি’ ক্যাটাগরি) ৩১ দশমিক ৫৬ শতাংশ, এবি ব্যাংকের (‘বি’ ক্যাটাগরি) ৩০ দশমিক ৭৭ শতাংশ, এডভেন্ট ফার্মার (‘বি’ ক্যাটাগরি) ২৯ দশমিক ৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের (‘বি’ ক্যাটাগরি) ২৫ দশমিক ১৩ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের (‘এ’ ক্যাটাগরি) ২৫ দশমিক ১০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সসের (‘বি’ ক্যাটাগরি) ২২ দশমিক ৯৮ শতাংশ এবং এস আলম কোল্ড রোলড স্টিলসের (‘বি’ ক্যাটাগরি) ২২ দশমিক ৮২ শতাংশের শেয়ার দর উত্থান হয়।