সূচক পতনে চলছে লেনদেন

Looks like you've blocked notifications!

সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম এক ঘন্টা ১৪মিনিটে লেনদেন হয়েছে ১১৯ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা যায়, শেয়ার কেনার চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম ১১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৬ পয়েন্ট। এরপর কেনার চাপ কমতে থাকে। এতে উত্থান বৃত্ত কমতে থাকে। বেলা বাড়ার পর পালাক্রমে সূচক পতনের রূপে ফিরে। লেনদেনে শুরুর প্রথম এক ঘন্টা ১৪মিনিটে ডিএসইএক্স পতন হয় তিন দশমিক ১৪ পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ৭৫৯ দশমিক ৫৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৬৬ পয়েন্ট ও ডিএস৩০ সূচক তিন দশমিক ৪৭ পয়েন্ট কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১১৯ কোটি সাত লাখ টাকা।

লেনদেন শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। লেনদেন করেছে ১১ কোটি ৪৯ লাখ টাকা। এ ছাড়া গোল্ডেন সনের ৯ কোটি ৭৬ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের সাত কোটি ১৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ৪৩ লাখ টাকা, সিটি ব্যাংকে তিন কোটি ১৯ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের তিন কোটি ১৬ লাখ টাকা, শাইনপুকুরের তিন কোটি পাঁচ লাখ টাকা, ফরচুন সুজের তিন কোটি দুই লাখ টাকা, আফতাব অটোর দুই কোটি ৯৩ লাখ টাকা এবং বেস্ট হোল্ডিংসের দুই কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।