এজিএম করার অনুমতি পেল সোনালী আঁশ

Looks like you've blocked notifications!
সোনালী আঁশের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২২-২০২৩ অর্থবছরের এজিএম আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। গত ২৪ মার্চ এ অনুমতি প্রদান করা হয়। ডিএসই ও বিএসইসির নিয়ম বহাল রেখে এ সংক্রান্ত রেকর্ড ডেট শিগগিরই ঘোষণা দেওয়া হবে।